র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাসহ দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও কয়েকটি বিষয়ে সরকার বিদেশের গুরুত্বপূর্ণ মিশনে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে সরিয়ে আনছে। সেখানে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রক্রিয়া চলছে। কূটনৈতিক সূত্রে জানা যায়, ওয়াশিংটন মিশনে পরিবর্তনের বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হয়েছে। এরপরই রাষ্ট্রদূত শহীদুলকে ফিরিয়ে তার স্থলে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক মোহাম্মদ ইমরানকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নীতিনির্ধারণী পর্যায়ের নির্দেশনার পর যুক্তরাষ্ট্রের কাছে মোহাম্মদ ইমরানের বিষয়ে অনাপত্তিপত্র (এগ্রিমো) চাওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক জবাব না এলেও ইমরানের বিষয়ে দেশটির কোনো আপত্তি থাকবে না বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগে ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব নেন কূটনীতিক শহীদুল ইসলাম। সেই হিসেবে চলতি বছরের শেষ দিকে নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু তার আগেই তাকে ফিরিয়ে আনছে সরকার।