শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়ার সাধারণ সম্পাদক রুমেল গ্রেপ্তার কুলাউড়ায় জামায়াতের নতুন আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ কুলাউড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলাউড়ায় প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত ফুটপাত, মানুষের স্বস্তি  জলবায়ু সম্মেলনে আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুর করিম ময়ুন, সদস্য এম নাসের রহমান,এড.আবেদ রাজা কনস্টেবল নিয়োগ পরীক্ষা উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতি সভা কুলাউড়ায় বিনা লাভের বাজার কার্যক্রম শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল নেতা প্রবাসী সাজ্জাদ মুন্নাকে গেপ্তারের প্রতিবাদে কুলাউড়ায় ছাত্রদলের মিছিল ও প্রতিবাদ সভা

অতিরিক্ত ডিআইজি হলেন কুলাউড়ার জালাল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি কুলাউড়ার কৃতি সন্তান মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জালাল উদ্দিনসহ ৪৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।

জালাল উদ্দিন চৌধুরী বিসিএস (পুলিশ) ২০তম ব্যাচের সদস্য। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার দায়িত্বসহ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ‘প্ল্যানিং অফিসার’ (পি-৪) এ কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখিত কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলযোগে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। জনস্বার্থে এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।

পদোন্নতি পাওয়া ৪৬ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. মাসুদ করিম, পুলিশের বিশেষ শাখা-এসবির এজাজ আহমেদ, রাজশাহীর সারদা পুলিশ একাডেমীর মো. আনিছুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মো. ইকবাল, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মো. আশরাফুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটেলিনের (এসপিপিএন) মোহা. মনিরুজ্জামান, ঢাকা নৌ পুলিশের খো. ফরিদুল ইসলাম, রাজশাহীর সারদা পুলিশ একাডেমীর ড. মো. আব্দুস সোবহান, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) টুটুল চক্রবর্তী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মোহাম্মদ হাসান বারী নূর, পুলিশ সদরদপ্তরের (টিআর পদে) এআইজি একেএম মোশাররফ হোসেন মিয়াজী, পুলিশ সদরদপ্তরের (টিআর পদে) এআইজি মো. আব্দুর রাজ্জাক, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. আলমগীর কবীর, পুলিশের বিশেষ শাখা-এসবির মো. মনিরুজ্জামান, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মোছা. ফরিদা ইয়াসমিন, পুলিশ সদরদপ্তরের এআইজি বেগম হাসিনা রহমান, পুলিশ সদর দপ্তরের এআইজি বেগম রেবেকা সুলতানা, ১১ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অধিনায়ক বেগম শাহীনা আমিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেগম রুমানা আক্তার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেগম কানিজ ফাতেমা, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের বেগম সুলতানা নাজমা হোসেন, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মো. জোবায়েদুর রহমান, পুলিশের বিশেষ শাখা-এসবির বেগম ফরিদা ইয়াসমিন, হাইওয়ে পুলিশের মো. হামিদুল আলম, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. রশীদুল হাসান, ১২ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অধিনায়ক তোফায়েল আহাম্মদ, ট্যুরিস্ট পুলিশের সঞ্জয় কুমার কুন্ডু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. নিজামুল হক মোল্যা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এস এম এমরান হোসেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মুহাম্মদ সাইদুর রহমান খান, ঢাকা রেলওয়ে পুলিশের সাইফুল্লাহ আল মামুন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) খান মুহাম্মদ রেজোয়ান, পুলিশের বিশেষ শাখা-এসবির মো. আসাদ উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আমির জাফর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. সাজিদ হোসেন, পুলিশ সদরদপ্তরের এআইজি বিধান ত্রিপুরা, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেলাল উদ্দিন, কুমিল্লা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের নরেশ চাকমা, ঢাকা ট্যুরিস্ট পুলিশের ড. একেএম ইকবাল হোসেন, ঢাকা রেঞ্জ অফিসের মো. জিয়াউল হক ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

এছাড়াও আরেক প্রজ্ঞাপনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (সুদান মিশনে কর্মরত) হাসান মো. শওকত আলী, পুলিশ সদর দপ্তরের এআইজি (শিক্ষা ছুটিতে বিদেশে অবস্থানরত) বেগম সহেলী ফেরদৌস, পুলিশ সদর দপ্তরের এআইজি (টিআর পদে) বেগম শামসুন্নাহারকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh