ওয়ালটনের টেলিভিশন রপ্তানির সিংহভাগ যাচ্ছে ইউরোপে। আর ইউরোপের দেশ রোমানিয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের টিভি।টেকসই পণ্য, উচ্চ গুণগতমান, সাশ্রয়ী মূল্য, সর্বাধুনিক প্রযুক্তি ও ডিজাইন এবং বাজার প্রতিযোগী সক্ষমতার কারণে ইউরোপের দেশটিতে অন্যান্য গ্লোবাল ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন টিভি।
জানা গেছে, ইউরোপিয়ান ডিজাইন ও স্ট্যান্ডার্ডে অত্যাধুনিক প্রযুক্তির টিভি তৈরি করছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। নিজস্ব কারখানায় তৈরি ওয়ালটন টিভি রপ্তানি হচ্ছে ইউরোপের জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, স্লোভাকিয়ায়, স্পেন, গ্রিস, আয়ারল্যান্ড, পোল্যান্ড, ক্রোয়েশিয়ার মতো উন্নত দেশে। আগে ওইএম (ওরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) পদ্ধতির আওতায় ইউরোপে টিভি রপ্তানি হলেও রোমানিয়ায় চলতি বছরের এপ্রিলে ওয়ালটন ব্র্যান্ড নামেই টিভি রপ্তানি শুরু হয়েছে।
রোমানিয়া বাজারের দায়িত্বপ্রাপ্ত ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান জানান, বছরে ১.৫ মিলিয়ন টিভির বাজার রয়েছে রোমানিয়ায়। যা কিনা খুবই প্রতিযোগিতামূলক। রোমানিয়ার খ্যাতনামা কনজ্যুমার ইলেট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ‘কেটিএন টেকনোলজি’ দেশটিতে ওয়ালটন ব্র্যান্ড টিভির পরিবেশক নিযুক্ত হয়েছে। তারা বড় বড় চেইন ও সুপার শপের পাশাপাশি রিটেইল কনজ্যুমার ইলেট্রনিক্স শোরুমগুলোতে ওয়ালটন ব্র্যান্ড টিভি বাজারজাত করছে। প্রচুর লিফলেট বিতরণের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যানার ও বিলবোর্ডের স্থাপনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। ফলে অতি অল্প সময়ের মধ্যে ওয়ালটন টিভি রোমানিয়ান ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। উন্নত পিকচার কোয়ালিটি, উচ্চ গুণগতমান, সাশ্রয়ী দাম, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ডিজাইন ও ফিচারের জন্য ওয়ালটন টিভির প্রতি রোমানিয়ানদের আস্থা বাড়ছে অতি দ্রুত।