শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিমপুর মাদ্রাসায় হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন  ফ্রান্সে জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট গঠন সাবেক রেলমন্ত্রী সুজন ও শাহরিয়ার কবির গ্রেপ্তার কুলাউড়ায় হিউম্যানিটি রক্তদান সংস্থার শুভ সূচনা কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালী অনুষ্ঠিত কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মখলিছ মিয়া কুলাউড়ায় অনুষ্ঠিত হলো ‘ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন মৌলভীবাজার জেলা শিবিরের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন কুলাউড়ায় ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

কুলাউড়ায় বন্যাদুর্গত এলাকায় জেলা প্রশাসকের ত্রান বিতরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২

কুলাউড়া উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ভুকশিমইল স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্র, ঘাটের বাজার শেড ঘর আশ্রয়কেন্দ্র ও কাইরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ত্রাণসামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মুহসিন, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির প্রমুখ।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এর আগেও কুলাউড়ার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহারের পাশাপাশি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া গবাদিপশুর গো খাদ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা ও উপজেলা প্রশাসন দুর্গত মানুষদের পাশে সবসময় রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh