মৌলভীবাজারের কুলাউড়ায় গরিব, দুস্থ ও অসহায় রোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের জন্য দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক লোক সেবা গ্রহন করেন। রবিবার (১৪ আগষ্ট) দিনব্যাপী কুলাউড়া বিজনেস এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে ভুকশিমইল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে দুইশতাধিক হতদরিদ্র ও অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা ও সানি অপারেশনের রোগী বাছাই করা হয়।
এর আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক হাজী তাহির মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাহেদ আহমদ নুর’র সঞ্চালনায় চক্কু চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন ডাঃ মোহাম্মদ জাকারিয়া, সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক মোঃ আলিম উদ্দিন,
কুলাউড়া চক্কু হাসপাতালের ডাঃ মৌসুমী আক্তার এমবিবিএস নর্থ – ইষ্ট মেডিক্যাল কলেজ হসপিটাল সিলেট, ডাঃ পাপ্পু কর্মকার – এসএসিএমও সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা এ চিকিৎসাসেবা প্রদান করেন।
জানা যায়, সংগঠনের প্রধান উপদেষ্টা জালাল উদ্দিন মন্তর, সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদার, সহ-সভাপতি মোজাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কার্যকরী চেয়ারম্যান জিয়া উদ্দিন তফাদার, সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্স জাবেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম ও সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগীতায় ও পৃষ্টপোষক আলিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে চলে এ চক্কু শিবির।
উল্লেখ্য সংগঠনটি মহামারী করোনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান, নগদ দুইলক্ষ টাকার অনুদান সহ বিভিন্ন সময়ে সহযোগিতা মুলক কর্মকান্ড অব্যহত রেখেছে।