শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিমপুর মাদ্রাসায় হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন  ফ্রান্সে জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট গঠন সাবেক রেলমন্ত্রী সুজন ও শাহরিয়ার কবির গ্রেপ্তার কুলাউড়ায় হিউম্যানিটি রক্তদান সংস্থার শুভ সূচনা কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালী অনুষ্ঠিত কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মখলিছ মিয়া কুলাউড়ায় অনুষ্ঠিত হলো ‘ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন মৌলভীবাজার জেলা শিবিরের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন কুলাউড়ায় ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

কুলাউড়ায় কোভিড-১৯ প্রতিরোধে ওয়াফ’র সভা

নাজমুল বারী সুহেল
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

 

কুলাউড়া উপজেলার এনজিও সংস্থা ‘ওয়াফ’ এর বাস্তবায়নে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক স্টেকহোল্ডারদের নিয়ে টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এডাব’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওয়াফ এর নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার।
স্বাস্থ্য কমপ্লেক্সের এমও ডা. নাজমুস সিয়াম রাফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন, উপজেলা প. প. কর্মকর্তা রিপন চন্দ্র দে, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল আহমদ নিয়াজী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, মৌলভীবাজার এডাব’র আইএসপি রোকশানারা আক্তার।
আরও বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন, এমটি ইপিআই আপ্তাব উদ্দিন, প্রধান শিক্ষক শামসুন্নাহার, মিটিপুর সিএইচসিপি কামাল হোসেন, উপজেলা ব্রাহ্মণ সংসদের সম্পাদক মতিলাল ভট্টাচার্য্য, ওয়াফ কর্মী আতিকুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি ডা. ফেরদৌস আক্তার কোভিড-১৯ এর অতিথ ও বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল উদ্যোগে ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কোভিড-১৯ প্রতিরোধে সফল হয়েছে। এছাড়া সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের ৬৪টি জেলার মধ্যে মৌলভীবাজার জেলা টিকা কার্যক্রমে ৫ম স্থানে রয়েছে।
তিনি বলেন, হাসপাতালে বোস্টার ডোজসহ টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। কোভিড-১৯ থেকে সুরক্ষায় যারা ভ্যাকসিন কার্যক্রম থেকে বাদ পড়েছেন তাদেরকে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, এনজিও সংস্থা, শিক্ষক, ইমাম, পুরোহিত, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী প্রমুখ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh