মৌলভীবাজারের জুড়ীতে সরকারি ভূমি থেকে পাচারকালে সাতটি চাপালিশ গাছ জব্দ করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাইথল নতুন পুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী গাছগুলো জব্দ করেন।
জানা যায়, এ এলাকার সরকারি বনভূমি থেকে একটি চক্র দীর্ঘদিন যাবত মূল্যবান গাছ কর্তন করে পাচার করে আসছিল। রোববার বিকেলে গাছ পাচারের খবর পেয়ে জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বন বিভাগের লোকজন নিয়ে সেখানে ছুটে যান। তাদের উপস্থিতি টের পেয়ে গাছ পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখানে পড়ে থাকা চাপালিশ গাছের ৭টি খন্ড জব্দ করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম-এর জিম্মায় দেয়া হয়।ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, জব্দকৃত গাছগুলো তাঁর জিম্মায় রয়েছে। সরকারি বিধিমোতাবেক সেগুলো নিলামে বিক্রয় করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, সরকারি ভূমিতে রোপনকৃত ৭টি চাপালিশ গাছ দুষ্কৃতকারীরা কেটে ফেলে। সংবাদ পেয়ে বনবিভাগের লোকজনকে সাথে নিয়ে সেখানে গিয়ে গাছগুলো জব্দ করা হয়। গাছগুলো নিলামে বিক্রয় করার প্রক্রিয়া চলছে। গাছ পাচারে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।