বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট গঠন সাবেক রেলমন্ত্রী সুজন ও শাহরিয়ার কবির গ্রেপ্তার কুলাউড়ায় হিউম্যানিটি রক্তদান সংস্থার শুভ সূচনা কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালী অনুষ্ঠিত কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মখলিছ মিয়া কুলাউড়ায় অনুষ্ঠিত হলো ‘ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন মৌলভীবাজার জেলা শিবিরের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন কুলাউড়ায় ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ কুলাউড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ৮ জনের বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ

মদপান করে রাস্তায় মাতলামির অভিযোগে , জুড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলীকে গণধোলাই

জুড়ী প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

 

মদপান করে রাস্তায় মাতলামি এবং সিএনজিচালককে গালিগালাজ করায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলী ননী গোপাল দাশকে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা। ঘটনাটি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত প্রায় ৯টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বরে ঘটেছে।

সিএনজি চালকদের অভিযোগে জানা যায়, ঘটনার সময় একজন লোক মদপান করে রাস্তায় মাতলামি করছিল। এ সময় স্থানীয় সিএনজি স্ট্যান্ডে সিএনজি চালকদের সঙ্গে খারাপ আচরণ ও অকথ্য গালাগাল করতে থাকেন। লোকজন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি আরও উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে লোকজন তাকে গণধোলাই দিয়ে আটকে রাখেন। পরে স্থানীয় গণ্যমান্য লোকজন তাকে উদ্ধার করে নেন। তখন জানতে পারলাম তিনি এলজিইডির ইঞ্জিনিয়ার।

সিএনজিচালক ফরিদ মিয়া বলেন, তিনি সরকারি একজন কর্মকর্তা হয়ে রাত ৯টায় মদপান করে রাস্তায় মাতলামি করবেন, বাধা দেওয়ায় লোকজনকে গালাগালি করবেন- এটা কাম্য নয়।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলী ননী গোপাল দাশ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি এখানে চাকরি করতে এসেছি। আমি সবাইকে চিনি না, আমাকেও অনেকে চিনেন না। ওরা অযথা আমাকে ভুল বুঝে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh