মৌলভীবাজারের কুলাউড়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার বিবেচনায় উপজেলার শীর্ষে রয়েছে ভাটেরা কলেজ। এদিকে সর্বোচ্চ জিপিএ ৫ পেয়ে শ্রেষ্ঠত্বের তালিকায় প্রথমে লংলা আধুনিক ডিগ্রি কলেজ। এছাড়া নব-প্রতিষ্ঠিত পাইকপাড়া এম.এ আহাদ কলেজ শতভাগ ফলাফল অর্জন করেছে। উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ২ হাজার ২৩৯ জনের মধ্যে ১ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
উপজেলার ৭টি প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে এবং গড় পাশের হার ৭৪.০৫ শতাংশ। উপজেলা পর্যায়ে ভাটেরা কলেজের ১৬০ জনের মধ্যে ১৫৩ জন উত্তীর্ণ হয়ে প্রথম স্থান ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের ৩৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এছাড়া কুলাউড়া সরকারি কলেজের ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ২য় স্থান ও কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ৩য় স্থান অর্জন করলেও পাশের হার বিবেচনায় তালিকার নিচের সারিতে। এদিকে জিপিএ-৫ প্রাপ্ত ২ জন থাকলেও পাশের হার বিবেচনায় শ্রেষ্ঠত্বের তালিকায় ২য় স্থানে রয়েছে ছকাপন উচ্চ বিদ্যালয় কলেজ।
কলেজ ভিত্তিক ফলাফলে কুলাউড়া সরকারি কলেজ থেকে ৫১৫ জনের মধ্যে পাশ করেছে ৪০৩ জন। জিপিএ ৫ পেয়েছে ১৩ জন। ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ থেকে ৩৪৭ জনের মধ্যে পাশ করেছে ১৬৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৮জন। লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে ৪৯০ জনের মধ্যে পাশ করেছে ৪০৮ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৭ জন। এম.এ গণি আদর্শ কলেজ থেকে ১১৪ জনের মধ্যে পাশ করেছে ৮২ জন। ভাটেরা কলেজ থেকে ১৬০ জনের মধ্যে পাশ করেছে ১৫৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১১১ জনের মধ্যে পাশ করেছে ৫১ জন। জিপিএ ৫ পেয়েছেন ১ জন। ভূকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১২১ জনের মধ্যে পাশ করেছে ১০০ জন। আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ৯০ জনের পাশ করেছে ৬৭ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। ছকাপন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৮ জনের মধ্যে পাশ করেছে ৬২ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩৪ জনের মধ্যে পাশ করেছে ১০৪ জন। রাউৎগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮ জনের মধ্যে পাশ করেছে ৫ জন। গজভাগ স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জনের মধ্যে পাশ করেছে ১২ জন। মনু মডেল কলেজ থেকে ৫৬ জনের মধ্যে পাশ করেছেন ৪৭ জন। এদিকে নবপ্রতিষ্ঠিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ থেকে ৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে।
আলিম পরীক্ষায় মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদরাসা থেকে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৯ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। শ্রীপুর জালালিয়া ফাজিল মাদরাসা থেকে ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৫ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন। ভূকশিমইল আলিম মাদরাসা থেকে ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭ জন। হিংগাজিয়া সিনিয়র মাদরাসা থেকে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৪ জন। জিপিএ ৫ পেয়েছে ২জন। দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসা রবিরবাজার থেকে ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৪ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদরাসা থেকে ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৫ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। এইচএসসি বি.এম পরীক্ষায় কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ থেকে ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯০ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার।