সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২৫ হাজার কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি কুলাউড়ায় যুবলীগের সহ সভাপতি রূহুল আমিন আটক ফেনী ও নোয়াখালীর বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরা হলো জলবায়ু সম্মেলনে কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা- ১৪ টি যানবাহন জব্দ  বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত কুলাউড়ার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রামপুলিশদেরও ভূমিকা রাখতে হবে – অতি: পুলিশ সুপার কামরুল হাসান বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর উদ্যোগে কুলাউড়ায় বন্যার্থদের মধ্যে নগদ অর্থ প্রদান তরুণ সংবাদকর্মী সুনিমের প্রবাস যাত্রা উপলক্ষে সম্মাননা প্রদান

নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকতে পারে’ সৈয়দা জেবুন্নেছা হক

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকতে পারে  কুলাউড়ায় কৃষকলীগের সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এ মন্তব্য করেছেন। কৃষি ও কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য নিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকালে শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আবদুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন , কুলাউড়ার মাটিতে আমার জন্ম। কৃষক বাঁচাও, দেশ বাঁচাওসহ সিলেটের সকল আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম। আওয়ামী লীগ সংগঠনকে ভালোবাসি বলেই দীর্ঘদিন ধরে রাজনীতি করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সকল ক্ষমতার উৎস জনগণ। নেত্রী যাকে নৌকা দেবেন তাকেই জয়যুক্ত করে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, কেন্দ্রীয় কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা কৃষক লীগের সভাপতি মো. জমসেদ মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ও কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, মৌলভীবাজার সদর কৃষক লীগের সভাপতি সাদেকুর রহমান বুলু, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সহসভাপতি সহকারী অধ্যাপক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন রহমান উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ।

এ ছাড়াও সমাবেশে আওয়ামীলীগ, কৃষকলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh