সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২৫ হাজার কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি কুলাউড়ায় যুবলীগের সহ সভাপতি রূহুল আমিন আটক ফেনী ও নোয়াখালীর বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরা হলো জলবায়ু সম্মেলনে কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা- ১৪ টি যানবাহন জব্দ  বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত কুলাউড়ার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রামপুলিশদেরও ভূমিকা রাখতে হবে – অতি: পুলিশ সুপার কামরুল হাসান বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর উদ্যোগে কুলাউড়ায় বন্যার্থদের মধ্যে নগদ অর্থ প্রদান তরুণ সংবাদকর্মী সুনিমের প্রবাস যাত্রা উপলক্ষে সম্মাননা প্রদান

কুলাউড়া বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সফি আহমদ সলমান কে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর দেশের তৃতীয় সেরা উপজেলা চেয়ারম্যান মনোনীত হওয়ায় কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্ণিংবডির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ সফি আহমদ সলমানকে ২১ মার্চ দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুরমান আহমদ এর পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক চার বারের কাউন্সিলর ইকবাল আহমদ শামিম, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেশের তৃতীয় সেরা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান বলেন, জেলার পর বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এখন দেশের তৃতীয় সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরবের অংশীদার কুলাউড়াবাসী। সকলের ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন। তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু মাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় কুলাউড়া উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও অনেক দূর এগিয়ে নিতে চাই।
ইতিপূর্বে তিনি ১৯৯৭ সাল থেকে একাধারে ২০১৫ সাল পর্যন্ত ৩য় মেয়াদে ১৯ বছর কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে স্বেচ্ছায় ছেড়ে দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন।

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর দেশের তৃতীয় সেরা উপজেলা চেয়ারম্যান মনোনীত হোন।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি মৌলভীবাজার জেলা এবং ঐ বছর অক্টোবরে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh