ইতিহাসের নিকৃষ্টতম ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে কুলাউড়ায়ও দিবসটির তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে গণহত্যা দিবস উপলক্ষ্যে এক স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে সভায় ২৫ মার্চের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডা. সুলতান আহমদ প্রমুখ।