মৌলভীবাজারের কুলাউড়ায় এতিমখানা মাদরাসা শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো আব্দুছ ছালেক’র উদ্যোগে চলে এ কর্মযজ্ঞ ।
শনিবার (১ এপ্রিল) উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, ও স্থানীয়দের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন, আজহার মুনিম শাফিন।
পুলিশ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার উপ পরিদর্শক আমির উদ্দিন, এএসআই আব্দুর রহিম জীবান, তাজুল ইসলাম প্রমুখ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ শামসুজ্জামান। তিনি বলেন , থানার অফিসার ইনচার্জ যে ধরনের মানবিক কাজ করে যাচ্ছেন তা প্রশংসনীয়। তাঁর এই কর্মকাণ্ড সত্যিই অনুপ্রেরণামূলক। তিনি আমাদের মাদরাসায় এতিম শতাধিক বাচ্চাদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ।
অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, সিয়াম সাধনার মাসে আত্মশুদ্ধি অর্জনের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে আমার এই ক্ষুদ্র প্রয়াস। সাধ্যনুযায়ী উপজেলার আরো কয়েকটি মাদ্রাসা শিক্ষার্থী নিয়ে ইফতার করার ইচ্ছে রয়েছে। এছাড়াও রমজান উপলক্ষে প্রতিদিন-ই থানা প্রাঙ্গণে ইফতারের আয়োজন করা হচ্ছে।