মৌলভীবাজারের কুলাউড়ায় দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি ও সংগঠক মাহফুজ শাকিলের নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহেরা টি গ্যালারি’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ মে) দুপুরে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিচ তলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক, কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বরমচাল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ ময়নুল হক সোনা মিয়া, পৌর কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, ইয়ানা এডুকেশন ফাউন্ডেশন’র পরিচালক রফিকুল ইসলাম মামুন, আজকের পত্রিকার কুলাউড়া প্রতিনিধি এস আলম সুমন,প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন ফরহাদ, সাংবাদিক বশির আল ফেরদৌস, মিফতা আহমদ রাফি প্রমুখ।
এসময় দোয়া পরিচালনা করেন কুলাউড়া থানা মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম ও মিলাদ পরিচালনা করেন শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র মোঃ আলী আকবর সিদ্দিকী। মিলাদ শেষে উপস্থিত সকলে মাহফুজ শাকিলের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নতুন প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
প্রতিষ্ঠানটির প্রোপাইটর মাহফুজ শাকিল বলেন, আমার কন্যা মাহেরার নাম থেকেই আমার এ প্রতিষ্ঠানের নামকরণ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় দেখেছি আমাদের এখানে ভালো মানের চা-পাতার ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন কারণে আমরা চায়ের জেলার বাসিন্দা হয়েও গুণগত মান সম্পন্ন চা-পাতা পাই না। ভালো চা-পাতা অনেক সময় চড়া মূল্যে দিয়ে ক্রয় করতে হয়। সব শ্রেণী-পেশার মানুষের নিকট ন্যায্য মূল্যে চা-পাতা সরবরাহের জন্য আমার ক্ষুদ্র প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা জগতে পা রাখলাম। প্রতিষ্ঠান পরিচালনায় আমি সবার সার্বিক সহযোগীতা কামনা করছি।