মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের (দ্বিতীয়) যুগ্ম সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক মহি উদ্দিন রিপন।
সাংবাদিকদের কাছে তিনি লিখিত পদত্যাগ পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের
সভাপতি ও সম্পাদক বরাবর পদত্যাগ পত্র জমা দেন। যার অনুলিপি কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি /সাধারণ সম্পাদক কে দেয়া হয়েছে।
পদত্যাগ পত্রে সাংবাদিক মহি উদ্দিন রিপন উল্লেখ করে বলেন,
বর্তমানে আমি দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলাসহ কয়েকটি পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করছি। পত্রিকা অফিস থেকে রাজনৈতিক পদ থেকে অব্যাহতি নেয়ার জন্য বলা হয়েছে ।
এ ছাড়াও তিনি বলেন, বন্ধু সহপাঠীদের সাথে থাকার সুবাদে স্বেচ্ছাসেবকলীগ কুলাউড়া উপজেলা শাখার দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলাম।
ইতিমধ্যে সেই কমিটি ১ বছর পূর্বে ২০২২ সনে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
আমি আমার সাংবাদিকতা পেশা ও ব্যক্তিগত কারণে স্বেচ্ছাসেবকলীগের সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে অব্যাহতি চেয়ে বেশকিছু দিন পূর্বে জেলা সভাপতি বরাবর অব্যাহতি পত্র দিয়ে পদত্যাগ করেছি । এখন থেকে স্বেচ্ছাসেবকলীগের রাজনৈতিক কর্মকান্ডের সাথে আমি জড়িত নয়।
তিনি আরও বলেন, সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছি।
আমি সব সময় জনগণের মাঝে, সকলের সাথে মিলে মিশে, দল-মত নির্বিশেষে থেকেছি, ভবিষ্যতেও থাকতে চাই।