“আর্থ মানবতার সেবাই আমাদের লক্ষ্য ” এই স্লোগানকে ধারণ করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে কুলাউড়া উপজেলা সমিতি পর্তুগালের উদ্যোগে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজারের ব্যবসায়ী সামাদ আহমদকে পর্তুগালস্থ কুলাউড়া উপজেলা সমিতির পক্ষ থেকে ৬ জুন বিকেলে ১৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সামাদ আহমদকে অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পর্তুগালস্থ কুলাউড়া উপজেলা সমিতির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান লিজু,
ছকাপন বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক তাজুল ইসলাম, ফ্রান্স প্রবাসী মাসুম আহমেদ, ব্যবসায়ী মাহবুবুর রাহমান প্রমুখ।
গত ২ জুন ছকাপন বাজারে
অগ্নিকান্ডে ব্যবসায়ী সামাদ আহমদ এর দোকান আগুনে পুড়ে যায়।
ঘটনার খবর শুনে পর্তুগালস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি সুমন সিদ্দিকি, সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি ও সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন এর সাথে প্রবাসে যোগাযোগ করলে তারা
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর জন্য অর্থ সংগ্রহ করে অনুদান প্রদান করেন সমিতি দায়িত্বশীল নেতৃবৃন্দরা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সামাদ মিয়ার দোকান ঘর পুড়ে যাওয়ার খবর পেয়ে আমরা নগদ অর্থ প্রদান করেছি ইনশাআল্লাহ যে কোনো সময়ে মানবিক কল্যাণমূলক কাজে আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে,