শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিমপুর মাদ্রাসায় হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন  ফ্রান্সে জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট গঠন সাবেক রেলমন্ত্রী সুজন ও শাহরিয়ার কবির গ্রেপ্তার কুলাউড়ায় হিউম্যানিটি রক্তদান সংস্থার শুভ সূচনা কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালী অনুষ্ঠিত কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মখলিছ মিয়া কুলাউড়ায় অনুষ্ঠিত হলো ‘ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন মৌলভীবাজার জেলা শিবিরের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন কুলাউড়ায় ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

কুলাউড়ার মিলিপ্লাজায় চুরির ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ার সর্ববৃহৎ মার্কেট মিলিপ্লাজার দুটি মোবাইল দোকান চুরির সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ, এসআই অপু কুমার দাশ গুপ্ত, এএসআই মোঃ তাজুল ইসলামসহ পুলিশর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে চোর মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। চোর মামুন শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকার বাসিন্দা মৃত লিয়াকত আলীর ছেলে।

চোর মামুন পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে জানায়, বানিয়াচং এবং কুমিল্লা মুরাদনগর থানা এলাকার অন্যান্য মোবাইল চোরদের সাথে নিয়ে গত ১ জুন সকালে কুলাউড়ার মিলিপ্লাজা মার্কেটের দুটি মোবাইলের দোকান থেকে তারা ফোন চুরি করেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, কুমিল্লা লাকসাম, কুলাউড়াসহ বিভিন্ন থানা এলাকায় ডাকাতি এবং মোবাইল চুরির ৭-৮ টি মামলা রয়েছে। মিলিপ্লাজায় চুরির সাথে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১ জুন সকালে শহরের মিলি প্লাজার ২য় তলায় অবস্থিত দুটি মোবাইলের দোকান জুনেদ টেলিকম ও আপন টেলিকম নামের ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে প্রায় কয়েক লাখ টাকার স্মার্টফোনসহ মূল্যবান পণ্য চুরি করে নিয়ে যায় ৫/৬ জনের সংঘবদ্ধ চক্র। এরপর জড়িতদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও পুলিশ প্রশাসনের সাথে পৃথকভাবে বৈঠক করেন ব্যবসায়ী কল্যাণ সমিতি নেতৃবৃন্দরা। এরপর ১১ জুন মিলিপ্লাজার ব্যবস্থাপনা কার্যালয়ে সংবাদ সম্মেলন ও ১৩ জুন দোকান পাঠ বন্ধ করে মার্কেটের সামনে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে ব্যবসায়ী সমিতি।

মহি উদ্দিন
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মোবাইল ০১৭১৯-৯৫১০৮৮

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh