পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুলাউড়া বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা পরিষদের (চেয়ারম্যান) ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ কে এম সফি আহমদ সলমান।
এক শুভেচ্ছা বার্তায় সফি আহমদ সলমান বলেন, মুসলমানদের ত্যাগ শিক্ষার জন্য বিশেষ দিন এটি। একইসঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর ও সামাজিক সাম্য সৃষ্টির একটি উদাহরণও এই দিনটি। পশু কোরবানির পাশাপাশি আমরা প্রত্যেকে যেন মনকে পবিত্র করি, সব ধরনের উগ্রবাদ পরিহার করি, ধৈর্যশীল হই। স্বার্থ ত্যাগের চর্চা বাস্তবায়ন করলেই পরিপূর্ণতা পাবে এই পবিত্র দিনটি।
তিনি আরো বলেন, কোরবানির ঈদের মাধ্যমে আমরা যে ত্যাগের চর্চা করি, তার ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দেশের কল্যাণ বয়ে আনবে ও সামাজিক অবক্ষয়ের অবসান ঘটবে। তাই আসুন, সবাই নিজেদের আশেপাশের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই। এমনকি যেকোনো দুর্যোগে-দুর্বিপাকে সরকারের পাশাপাশি সবাই যেনো সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসি। তাহলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মধ্যে।
সবাইকে ঈদ মোবারক