আসছে ২০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। দুর্গাপূজার আগে দেবীপক্ষের শুরু হয় মহালয়ার মাধ্যমে। মহালয়ার এই দিনটি তাই সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত মহিমান্বিত শুভ দিন। এ বছরের মহালয়া উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১৪ অক্টোবর দুপুরে চৈতালী সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী চন্ডী পাঠ ও শিশুকিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মহালয়ার প্রত্যুষে প্রদীপ প্রজ্জ্বলন, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শ্রী শ্রী চন্ডী পাঠ করেন শ্রীমতী মৌমিতা চক্রবর্তী। কুলাউড়ার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর উপস্থিত সবাইকে আপ্যায়িত করা হয়।
প্রথমবারের মতো এমন একটি আয়োজনের পর সংঘের পূজা কমিটির সভাপতি ডা. শিবনাথ ভট্টাচার্য বলেন, সবার উপস্থিতিতে এমন একটি আয়োজন করতে পারা অবশ্যই আনন্দের, দুর্গাপূজা বা দুর্গোৎসব হল সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। বাংলাদেশে সপ্তাহব্যাপী আনন্দোৎসবে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল বয়সের মানুষ একাত্মতায় মিলিত হয়। পূজামন্ডব ঘিরে শুরু হয় নানান কর্মযজ্ঞ। নানা বর্ণে নানা আয়োজনে উৎসবে ভরে থাকে সমস্ত এলাকা। কাঁসর ঘন্টা আর ঢাকের তালে আন্দোলিত হয়ে ওঠে পূজার সকল আয়োজন। মহালয়ার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবেও এই আনন্দ নিয়েই সবাই উদযাপন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।