মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা কুলাউড়ায় কাদিপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন সম্পন্ন, সভাপতি করিম -সম্পাদক সুলেমান বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২৫ হাজার কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি কুলাউড়ায় যুবলীগের সহ সভাপতি রূহুল আমিন আটক ফেনী ও নোয়াখালীর বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরা হলো জলবায়ু সম্মেলনে কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা- ১৪ টি যানবাহন জব্দ  বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত কুলাউড়ার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রামপুলিশদেরও ভূমিকা রাখতে হবে – অতি: পুলিশ সুপার কামরুল হাসান

দুষ্কৃতিকারীদের নাশকতা করার কোন সুযোগ দেয়া হবে না কুলাউড়ায় পুলিশ সুপার মনজুর রহমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

 

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতামূলক কর্মকান্ড ও বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল সংখ্যক পুলিশ মাঠে থেকে কাজ করছে। সাথে আনসার ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ ও কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেকের নেতৃত্বে কুলাউড়া শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশী টহল জোরদার রয়েছে। এছাড়া কুলাউড়া জংশন স্টেশনে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রোববার (৫ নভেম্বর) দুপুরে কুলাউড়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। পুলিশ সুপার কুলাউড়া থানা এলাকার বিভিন্ন চেকপোস্টে ও কুলাউড়া রেলওয়ে স্টেশনে মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের ডিউটি তদারকি এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেন, বিএনপি-জামায়াত নতুন কর্মসূচি দিয়েছে। এর আগেও কর্মসূচি দিয়েছিল। কিন্তু অবরোধের নামে ভাঙ্চুর ও ধ্বংসাত্মক কার্যকলাপের চেষ্টা করলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে পুলিশ। বিএনপি-জামায়াতের ডাকা এই অবরোধে যেকোন ধরণের নাশকতা ঠেকাতে আমরা মৌলভীবাজার জেলা পুলিশ সর্বদাই তৎপর আছি এবং জনগণের জানমাল রক্ষার্থে কাজ করে যাচ্ছি। মৌলভীবাজার জেলায় কোন দুষ্কৃতিকারী তাদের অপকর্ম করতে দেয়া হবেনা। পুলিশের প্রতিটি সদস্যই জেলার সবক’টি উপজেলার সম্মানিত নাগরিকদের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতে তৎপর থেকে কাজ করে যাচ্ছে।

মৌলভীবাজার জেলার সাধারণ নাগরিকদের উদ্দেশ্য জেলা পুলিশ সুপার বলেন, নির্ভয়ে থেকে আপনাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবেন, রাস্তাঘাটে বের হবেন। যদি কেউ কোন সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা পুলিশের শরণাপন্ন হবেন। জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। দুষ্কৃতিকারী যারা এই অবরোধ কর্মসূচিকে ঘিরে দুষ্কৃতি করার চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বলতে চাই, সাধারণ নাগরিকদের জানমালের ক্ষতি করার চেষ্টা করবেন না। যারা এটা করবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করবো। অবরোধকে ঘিরে দুষ্কৃতিকারীকে অপকর্ম করার সুযোগ দেয়া হবে না, কোন ধরণের অপরাধমূলক চিন্তাভাবনা থাকলে তা পরিহার করুন। কারণ কোন দুষ্কৃতিকারীকে অপকর্ম ও নাশকতা করার সুযোগ দেয়া হবে না এই শান্ত মৌলভীবাজারে। জেলা পুলিশ তৎপর থাকায় এ জেলায় এখনো বড়ধরনের কোন নাশকতার ঘটনা ঘটেনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh