শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিমপুর মাদ্রাসায় হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন  ফ্রান্সে জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট গঠন সাবেক রেলমন্ত্রী সুজন ও শাহরিয়ার কবির গ্রেপ্তার কুলাউড়ায় হিউম্যানিটি রক্তদান সংস্থার শুভ সূচনা কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালী অনুষ্ঠিত কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মখলিছ মিয়া কুলাউড়ায় অনুষ্ঠিত হলো ‘ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন মৌলভীবাজার জেলা শিবিরের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন কুলাউড়ায় ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু’র নেতৃত্বে কুলাউড়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু’র আয়োজনে মৌলভীবাজারের কুলাউড়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু’র নেতৃত্বে কুলাউড়া উছলাপাড়া থেকে শুরু হওয়া শান্তি সমাবেশের র‌্যালীটি পুরো শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকারের টানা ১৫ বছরে দেশের সামগ্রিক উন্নয়ন হয়েছে। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের মাঝে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশ ব্যাপী যে উন্নয়ন চলমান রয়েছে সেই উন্নয়ন জনগণ চায়। কোনো ধরনের হরতাল ও অবরোধ জনগণ চায় না। জনগণ এখন উন্নয়নমুখী। প্রধানমন্ত্রী আমাকে প্রটোকল অফিসারের দায়িত্ব পাওয়ার পর থেকে কুলাউড়ায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতে হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। সামগ্রিক উন্নয়নের জন্য প্রায় হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প অনুমোদন হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
এসময় তিনি আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেলে নির্বাচনে অংশগ্রহণ করবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কুলাউড়ায় নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করবো এজন্য তৃণমূল নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।

এ সময় উপস্থিত চা-বাগানের নারী শ্রমিকরা বলেন, আমাদের চৌদ্দ ছিড়ি (গোষ্ঠী) নৌকায় মরছে আমরা নৌকায় মরমু (মরবো) শেখ হাসিনা কে বুক দেখাইছি (দেখিয়েছি) পিঠ দেখাইতাম নায় (দেখাবো না), শেখ মুজিব আমাদের জন্য জীবন দিয়েছে আমরা তাঁর জন্য রক্ত দিতে পারবো। এসব কথা তারা সমাবেশে উপস্থিত থেকে বলেছেন

উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স, শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদসহ উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh