আজ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে শুরু হচ্ছে ২৮তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-২৮। সম্মেলন চলবে ১২ ডিসম্বের পর্যন্ত। বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা এবং প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নসহ মূল আলোচনার বিষয় হবে ভবিষ্যৎ জ্বালানি নিয়ে । সম্মেলনে বিশ্বের নানা প্রান্ত ১৬০টিরও অধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ প্রায় ২০০ দেশের প্রতিনিধি, বিজ্ঞানী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক সহ প্রায় ৭০ হাজার মানুষ ইতিমেধ্যে দুবাইয়ে জড়ো হয়েছেন।
ক্রমবর্ধমান জলবায়ু সংকটের বিরুদ্ধে ত্বরান্বিত পদক্ষেপ নেয়াই হবে সম্মেলনের প্রধান চ্যালেঞ্জ । সম্মেলনটি এমন একটি সময় বা বছরে অনুষ্ঠিত হচ্ছে, যখন মানব ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর হিসাবে পরিচিত । যা বিশ্বজুড়ে মানব জীবন ও জীবিকাকে অভূতপূর্ব ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ৷ যার প্রধান কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব ।
সম্মেলনে প্রেসিডেন্ট ডঃ সুলতান আল জাবের বলেছেন, আমাদের নষ্ট করার মতো সময় আর নেই। কার্বন নির্গমন কমাতে আমাদের এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। তবে সম্মেলনের সাফল্য নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ কার্বন নির্গমনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির একটি হচ্ছে তেল। আর তেলের অন্যতম বড় উৎপাদক দেশ সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবের। এ কারণে প্রশ্ন উঠেছে, জলবায়ু পরিবর্তন সংকট মোকাবিলায় একটি সমঝোতা বা ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে তিনি কতটা সততার সঙ্গে কাজ করবেন।