যথাযোগ্য মর্যাদায় আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সে বাংলাদেশের মহান বিজয়ের ৫৩তম দিবস উদযাপন করা হয়েছে। উপলক্ষে আয়োজন করা হয় মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সঙ্গীতে মধ্য দিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। একুশ উদযাপন পরিষদের সদস্য সচিব ও ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন এবং ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার য়ৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি কাজী এনায়েত উল্লাহ । বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদ, নৌ কমান্ডো মুক্তিযোদ্ধা এনামুল হক । ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম, উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, তুলুজ কমিউনিটির সভাপতি ফকরুল আকম সেলিম, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত ভট্টাচার্জ শুভ, ঢাকা বিভাগীয় সমিতির সভাপতি শাহজাহান সারু, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি আলী আজম খান, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হায়দার, ফ্রান্স মহানগর নগর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম খান, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আরমান চৌধুরী, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মনসুর আহমেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সুমন, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল ইসলাম রিয়াদ, কামাল পাশা, কামাল সিকদার, ফ্রান্স আওয়ামী লীগ নেতা তারেক শিকদার, আতাউর রহমান, মোহাম্মদ আলী মুজাহিদুল ইসলাম, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক হিমু, সাংবাদিক ইমরান মাহমুদ, এনায়েত সোহেল সহ আরও অনেকে।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদ, নৌ কমান্ডো মুক্তিযোদ্ধা এনামুল হককে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয় । পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইংল্যান্ড থেকে আগত শিল্পি শতাব্দী কর, বাউল আব্দুল শহীদ, মৌসুমী চক্রবর্তী, পাপিয়া পাল মীনাক্ষী দে সহ প্যারিসের স্থানীয় শিল্পিরা ।