কুলাউড়া’র সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তাসহ মাদক মুক্ত রাখতে সব সময় কাজ করে যাবেন বলে জানিয়েছেন মৌলভীবাজার ২ (কুলাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, তিনি বৃহস্পতিবার) ২৫ জানুয়ারী বিকাল ৩ টায় উপজেলা পরিষদের হল রুমে
উপজেলা আইন-শৃংঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন, তিনি আরও বলেন, আমরা কুলাউড়ার উন্নয়নের জন্য প্রতিটি ডিপার্টমেন্টকে নিয়ে পৃথকভাবে সভা করবো, যাতে করে কুলাউড়া উন্নয়ন বঞ্চিত না হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাওলানা ফজলুল হক খান সাহেদ, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আকতার, উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, অতি : কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিল্লাল হোসেন, অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, সিনিয়র মৎস্য অফিসার আবু মাসুদ, ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট, মনির হোসেন, সৈয়দ নজরুল ইসলাম, মমদুদ হোসেন, আব্দুর রব মাহবুব, আব্দুল মালিক, মুহিবুল ইসলাম আজাদ, মোসাদ্দেক আহমেদ নোমান, মাওলানা ওয়াদুধ বখস, খলিলুর রহমান, জাফর আহমদ গিলমান, আকবর আলী সোহাগ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইসহ উপজেলার সকল অফিসারবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।