সিলেটের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে সারাদেশের তুলনায় খেলাধুলায় সিলেট র্যাংকিয়ে এগিয়ে আছে, কুলাউড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে এবং প্রত্যেকটি ইউনিয়নে আলাদা খেলার মাঠ তৈরির জন্য কাজ করে যাচ্ছি, সকলের সহযোগিতায় কুলাউড়ার খেলাধুলাকে আরো এগিয়ে নিতে কাজ করে যাবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদ সদস্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তিনি ১৬ ফেব্রুয়ারী (শুক্রবার) কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানে (ডাকবাংলো) মাঠে
ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশনের বিপিএর আয়োজনে ফ্রিজ এন্ড টিভি দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন, বিপিএর সভাপতি সাইফুর রশিদ সুমনের সভাপতিত্বে ও সম্পাদক নুরুল ইসলাম ইমনের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, থানার অফিসার ইনচার্জ মো আলী মাহমুদ, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, এ ছাড়াও উপস্থিত ছিলেন
ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স, খেলা কমিটির উপদেষ্টা শেখ আলী আজন, পৌর কাউন্সিলর তানভীর আহমদ শাওন, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মনি প্রমুখ, ফাইনাল খেলায়
আকবর আলী ট্রেডার্স –
আরফা,নুসাইফা,আফরোজা একাদশকে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।