আগামী ৮মে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচন। ভাইস চেয়ারম্যান পদে এবারও লড়ছেন চা শ্রমিক নেতা, শ্রমিকের মনোনীত প্রার্থী রাজকুমার কালোয়ার রাজু। গত অল্প ভোটের ব্যবধানে বর্তমান উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাছে পরাজিত হন।
এ উপলক্ষে সোমবার (১৫ এপ্রিল) রাতে শহরের অভিজাত একটি রেষ্টুরেন্টে কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
এ সময় রাজকুমার কালোয়ার রাজু তাঁর লিথিত বক্তব্যে বলেন, গত নির্বাচনেও আমি প্রার্থী ছিলাম জনগণ আমাকে বিপুল ভোট দিয়েছেন। চা শ্রমিক তথা সকল শ্রেণী পেশার জন্য কিছু করার ইচ্ছা থেকেই এবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে দল মতের ঊর্ধ্বে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে উপজেলাবাসীর জন্য পরিকল্পিত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো । তিনি সাংবাদিকসহ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
এসময় সমর্থকবৃন্দের ব্যানারে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মইনুল ইসলাম শামীম, শ্রমিকনেতা ও বাউল সমিতি ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুস শহীদ আব্দুল্লাহ, বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়, সাধারণ সম্পাদক সুবাশ নাইডু প্রমুখ।
উল্লেখ্য কুলাউড়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ সহ মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন
চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ-সভাপতি কামাল হাসান এবং সিলেটের ফুলতলী পীর সমর্থিত আঞ্জুমানে আল ইসলাহ’র প্রার্থী ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম, পরান উরাং, রাজ কুমার কালোয়ার, মো. সাইফুল ইসলাম কুতুব ও মো: আফজাল হোসেন।
সংরক্ষিত নারী আসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস পপি ও সাবেক ভাইস চেয়ারম্যান নেহার বেগম মনোনয়ন জমা দেন।
Related