কুলাউড়ার আকাশে দেখা মিলল ‘পিঙ্ক মুন’ বা ‘গোলাপি চাঁদ’। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর কুলাউড়ার বিভিন্ন স্থান থেকে এ চাঁদ দেখা যায়।
এপ্রিল মাসের পূর্ণিমার চাঁদকে ‘পিঙ্ক মুন’ বা গোলাপি চাঁদ নামে ডাকা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই চাঁদ দেখা যাবে। এপ্রিলের পূর্ণিমার চাঁদের আরও নাম রয়েছে। যেমন- ‘ফিশ মুন’ (মাছ চাঁদ, ‘গ্রাস মুন’ (ঘাস চাঁদ) ও ‘এগ মুন’ (ডিম চাঁদ)।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর অবস্থান করে, তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। তবে নাম গোলাপি হলেও এপ্রিলের এই পূর্ণ চাঁদের রং কিন্তু পুরোপুরি গোলাপি নয়। ধোঁয়াসহ আবহাওয়াগত নানা কারণে এই চাঁদ খালি চোখে পুরোপুরি গোলাপি রঙের দেখা না গেলেও সোনালি বর্ণটা বোঝা গেছে