শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় লংলা কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুণর্মিলনী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুলাউড়ায় এনসি স্কুলের ১১৬ বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন কুলাউড়ায় ইসলামিক সোসাইটির প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা – ২৪ সম্পন্ন কুলাউড়ায় সাংবাদিকসহ পাঁচ প্রবাসীকে সংবর্ধনা দিল প্রেসক্লাব কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই কুলাউড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জিসাস কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময়

স্থায়ী বাসস্থান ও এক টুকরো জমির আশায় ভোট দেবেন ওপার বাংলার ভারতীয় নাগরিকরা

অনুপম পাল (কৈলাসহর) ভারত
  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সীমান্তে যাঁরা বসবাস করেন তাঁরা ভাল করে জানেন কাঁটাতার তাদের জীবনে কতটা ভয়াবহ। তাও তারা বেঁচে রয়েছেন এই আশায় হয়ত এবার তাঁদের সমস্যা মিটবে। আর এই কারণেই কাঁটাতারের বেড়া পেড়িয়ে ভোট দিতে আসেন বার বার। নিজের পছন্দের দলকে ভোট দিয়ে একগাল হাসি ও বুকভরা আশা নিয়ে আবারো ফিরে যান সীমান্তের ওপারে।

শহরের প্রানকেন্দ্র কৈলাসহর থেকে প্রায় ৮ কালোমিটার দুরে শহরের উত্তরদিকে অবস্থিত মাগুরুলি এলাকা। ইন্দিরা-মুজিব চুক্তি অনুসারে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে দুই দেশেরই কোনও স্থায়ী নির্মাণ থাকতে পারবে না। আর এই আইন অনুসারে ভারত সরকার আন্তর্জাতিক সীমান্ত থেকে জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ পিছিয়ে কাঁটাতারের বেড়া দিতে হয়েছে।আর তাতেই দীর্ঘ দিন ধরে বিপাকে সেখানকার কিছু বাসিন্দা। মাগুরুলি পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের ১৩ পরিবারের দীর্ঘদিন ধরেই বসবাস কাঁটাতারের ওপারে। ১৩ পরিবারের মোট সদস্য সংখ্যা রয়েছে ৭২ জন। সকাল ৯ টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত কাঁটাতার পেরিয়ে ভারতের ভূমিতে আসলেও কর্তব্যে থাকা বিএসএফ দের কাছে নাম নথিভুক্ত করেই আসতে হয় নিজ মাতৃভূমিতে। পড়াশোনা, চিকিৎসা সহ অন্যান্য কাজ কর্মের জন্য তাঁদের আসতে হয় কাঁটাতারের এপারে। ২৬ এপ্রিল দেশের গনতন্ত্রের সবচাইতে বড় উৎসব ভোট। আর বুকে একরাশ আশা নিয়ে এবারও ভোট কেন্দ্রে আসবেন তারা। দেশের হয়েও ওপারের বাসিন্দারা জানান ভোট আমাদের গনতান্ত্রিক অধিকার আর সেই ভোট দিতে ২৬ এপ্রিল সকাল সকালই পৌঁছে যাবেন ভোট কেন্দ্রে। তাদের দাবী একটাই, কাঁটাতারের এপারে তাদের জন্য দেশ ও রাজ্য সরকার একটু ভূমি দিলে তাদের নিত্যদিনের অসুবিধা থেকে পরিত্রাণ পেতে পারেন।

ভারতীয় নাগরিক হলেও যাদের বসবাস কাঁটাতারের ওপারে তাদের অনেকে এও দাবী করেন। দীর্ঘ দিন ধরে তারা ওপারে বসবাস করছেন এবং তাদের অনেকের পৈতৃক সম্পত্তি রয়েছে ওপারে। সরকার যদি তাদের সম্পত্তি নিয়ে এপারে বসবাস উপযোগী একটা ঘর ও থাকার জন্য এক টুকরো জমি দেয় তবে। নিত্যদিনের যে যন্ত্রণা তা থেকে তারা মুক্তি পাবেন তারা। তাই প্রতিবারের মতো এবারো তারা ভোট দান করবেন এবং কেন্দ্র সহ রাজ্য সরকারের কাছে তাদের একটাই দাবী তাদের সমস্যার সমাধান যেন দ্রুত হয়।

শুক্রবার ভোট। তাই নিজেদের ভোটাধিকার প্রয়োগে শামিল হতে কাঁটাতারের ওপরে থাকা ভারতীয় নাগরিকদের একটি অংশ শুক্রবার ভারত বাংলা সীমান্তের গেইট খোললেই যাবেন ভোট দিতে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় শুক্রবার সকাল ৯টায় কাঁটাতারের এপারের গেট খুলা হবে ভোটের জন্য। ভাল করে পরিচয় খতিয়ে দেখে, পরিচয়পত্র জমা রেখে তবেই মেলবে বিএসএফের অনুমতি। তার পর মেলবে ভোটকেন্দ্রে যাওয়ার ছাড়পত্র। ভোটাররা জানাচ্ছেন, তাঁরা উন্নয়ন চান। তাঁদের নিত্যদিনের যে দুঃখ-দুর্দশা রয়েছে তা ঘোচাতে চান। তাই ভোট দেওয়ার জন্য শত কষ্ট করে হলেও কাঁটাতার পেরিয়ে যাবেন ভোট দিতে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh