কুলাউড়ায় প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত
মৌলভীবাজারের কুলাউড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দ্বিতীয় মেয়াদে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ল্যাট্রিনও স্থাপন করে দেওয়া হচ্ছে।
শনিবার (৬ জুলাই) দিনব্যাপী উপজেলার কাদিপুর, ভূকশিমইল, ব্রাহ্মণবাজার ও জয়চণ্ডী ইউনিয়নের বন্যা কবলিত ৫৯০ পরিবারের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম মিটু, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন ও জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুবসহ স্বস্ব ইউনিয়নের ইউপি সদস্যরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো শিমুল আলী বলেন, ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮০ মে: টন চাল ১৮ হাজার পরিবারের মাঝে ও
খাদ্য সামগ্রী সরকারী ভাবে ৫০০ প্যাকেট। প্যাকেটজাত শুকনা খাবার ৬২০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়াও ৩৩০ প্যাকেট শিশু খাদ্য, ১৫০ প্যাকেট গো-খাদ্য ১৫০ টি পরিবারকে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছেন। বন্যা শুরুর দিন থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ছাড়াও গ্রাম পর্যায়েও ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রান বিতরণ করা হয়েছে।
আরো খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।
বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ল্যাট্রিনও স্থাপন করে দেওয়া হচ্ছে।