মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

কুলাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

 

কুলাউড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
হয়েছে।১৩ অক্টোবর রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে “আগামী প্রজন্মকেসক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শীর্ষক আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য

রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসউদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক
সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. একলাছ মিয়া, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, শিক্ষক ফখর উদ্দিন, ফায়ার সার্ভিসের লিডার ফরিদমিয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী মো.মোহসিন, শিক্ষক মো. আব্দুস ছালাম, আবু সাঈদ মো. শফিকুর রহমান সিদ্দিকী, মোহাইমিন ইসলাম, আব্দুল হান্নান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহি উদ্দিন রিপন  প্রমুখ।

এসময় বক্তারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক বিভিন্নদুর্যোগকে প্রশমন করা সম্ভব হবে বলে মতামত ব্যক্ত করেন।সবশেষে একটি র‌্যালী উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh