বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে কুলাউড়ায় ছাত্রজনতার বিক্ষোভ মিছিল কুলাউড়ায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা কুলাউড়ায় কাদিপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন সম্পন্ন, সভাপতি করিম -সম্পাদক সুলেমান বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২৫ হাজার কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি কুলাউড়ায় যুবলীগের সহ সভাপতি রূহুল আমিন আটক ফেনী ও নোয়াখালীর বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরা হলো জলবায়ু সম্মেলনে কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা- ১৪ টি যানবাহন জব্দ  বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত

কুলাউড়ায় এইচএসসিতে ১১১ জন ও আলিমে ১১ জন জিপিএ ৫ পেয়েছে

মো. মহি উদ্দিন
  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুসারে মোট ১১১ জন জিপিএ ৫ পেয়েছেন। এছাড়া আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ১১ জন।
ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী ৪৩৪ পাশের সংখ্যা ৩৫১ এ+ প্রাপ্ত সংখ্যা ১৬, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী ৬৭১ পাশের সংখ্যা ৫১৩ এ+ প্রাপ্ত সংখ্যা ৩০, লংলা আধুনিক ডিগ্রী কলেজ মোট পরীক্ষার্থী ৬২৪ পাশের সংখ্যা ৫৫০ এ+ প্রাপ্ত সংখ্যা ২৯, এম এ গণি আদর্শ কলেজ মোট পরীক্ষার্থী ১৪৯, পাশের সংখ্যা ১৩৬, এ+ প্রাপ্ত সংখ্যা ১২, ভাটেরা কলেজে মোট পরীক্ষার্থী ১৭৩. পাশের সংখ্যা ১৭৩, এ+ প্রাপ্ত সংখ্যা ০৬, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ১১০, পাশের সংখ্যা ৮৬, ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ১২৫, পাশের সংখ্যা ৯৯, এ+ প্রাপ্ত সংখ্যা ০১, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ৬৫, পাশের সংখ্যা ৪৯, নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ১৯২, পাশের সংখ্যা ১৬২, এ+ প্রাপ্ত সংখ্যা ০১, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ৯৯, পাশের সংখ্যা ৯০, এ+ প্রাপ্ত সংখ্যা ০১, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ১৯, পাশের সংখ্যা ১৭, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ৮০, পাশের সংখ্যা ৭৯, এ+ প্রাপ্ত সংখ্যা ১২, গজভাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ৩০, পাশের সংখ্যা ২৩, মনু মডেল কলেজে মোট পরীক্ষার্থী ৯৮, পাশের হার ৯০. এ+ প্রাপ্ত সংখ্যা ০৩।

আলিম পরীক্ষা ২০২৪ এর ফলাফল অনুযায়ী মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদরাসার মোট পরীক্ষার্থী ২৮, পাশের সংখ্যা ২৪, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদরাসার মোট পরীক্ষার্থী ২৮, পাশের সংখ্যা ২৭, এ+ প্রাপ্ত সংখ্যা ০২, ভুকশিমইল আলিম মাদরাসার মোট পরীক্ষার্থী ২০, পাশের সংখ্যা ১৭, এ+ প্রাপ্ত সংখ্যা ০১, হিংগাজিয়া সিনিয়র মাদরাসার মোট পরীক্ষার্থী ৫৬, পাশের সংখ্যা ৫৩, দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসা রবিরবাজার মোট পরীক্ষার্থী ৩৯, পাশের সংখ্যা ৩৬, এ+ প্রাপ্ত সংখ্যা ০২, ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদরাসার মোট পরীক্ষার্থী ৩২, পাশের সংখ্যা ৩২, এ+ প্রাপ্ত সংখ্যা ০৪, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদরাসার মোট পরীক্ষার্থী ৬২, পাশের সংখ্যা ৬০, এ+ প্রাপ্ত সংখ্যা ০২।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh