মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ১ ৫ আগস্টের আগে পাহাড় সমান বৈষম্য ছিল যা ছাত্রসমাজ ভেঙে দিয়েছে- পুলিশ সুপার মৌলভীবাজার জাতীয় নেতা সাবেক এমপি এএনএম ইউসুফের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত কুলাউড়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প  বাংলাদেশ ক্রিকেটার্স এসোসিয়েশন ইন পর্তুগালের পূর্ণাঙ্গ কমিটি গঠন কুলাউড়ায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত মৌলভীবাজারে জিপি মামুনুর রশিদ ও পিপি হিসেবে নিয়োগ পেলেন আব্দুল মতিন চৌধুরী এসবিপ্রধান হলেন রফিকুল ইসলাম জয়চন্ডীতে স্টার স্ট্রাইকার্সের নবগঠিত কমিটি গঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার

৫ আগস্টের আগে পাহাড় সমান বৈষম্য ছিল যা ছাত্রসমাজ ভেঙে দিয়েছে- পুলিশ সুপার মৌলভীবাজার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

 

মহি উদ্দিন রিপন : মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেন, ৫ আগস্টের আগে পাহাড় সমান বৈষম্য ছিল। এই বৈষম্য আমাদের ছাত্রসমাজ ভেঙে দিয়েছে। চব্বিশের জুলাই-আগস্ট বৈষম্যের আন্দোলনে অনেক রক্ত ঝরেছে। ছাত্রদের সাথে আন্দোলনে তাদের মা-বাবা ও প্রতিবেশী গিয়েছিল। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমরা অনেকেই কথা বলতে পারছি।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, অনেকেই বৈষম্যের কথা বলতে গিয়ে মামলার আসামি হয়েছেন। আবার কেউ হারিয়েছেন ভাইকে, মা, বাবা, স্ত্রী ও সন্তানকে। এসব রক্তের বিনিময়ে আজ আমাদের এই বাংলাদেশ অর্জিত হয়েছে। তাই আমরা সবাই মিলে বৈষম্য দূর করে এই দেশটাকে এগিয়ে নিতে হবে।

প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এবং এনটিভির স্টাফ করসপনডেন্ট এস এম উমেদ আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাসস প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দীপ্ত টিভির প্রতিনিধি বকসী মিছবাহ উর রহমান, সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, ইমজার সভাপতি ও মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, প্রেসক্লাবের সদস্য সচিব ও নিউজ টুয়েনটিফোরের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, কালের কণ্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মো. আব্দুল ওয়াদুদ, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল। এ সময় ডিএসবির ডিআইও-১ মো. আজহারুল ইসলামসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh