শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ ৫ জন গেপ্তার কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে কুলাউড়া বরমচালে ফ্রেন্ডস ক্লাবের কমিটি গঠন, সভাপতি আসাদ – সম্পাদক খালেদ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচিত “খসরু-সুয়েব”পরিষদের অভিষেক ৫ মে ফি*লি*স্তিনে ইস*রায়েলি বর্বর হাম*লার প্রতিবাদে কুলাউড়ায় বিএনপির বি*ক্ষোভ মিছিল কুলাউড়ায় পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ কুলাউড়ায় যুবতীকে কু’পি’য়ে আহত কুলাউড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী মঙ্গলবার, চলছে প্রস্তুতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা কায়ছল

কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি ও  মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

মহি উদ্দিন রিপন : মৌলভীবাজারের কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুটি জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং চলমান পরিস্থিতি নিয়ে ফ্যাসিষ্টদের দোসররা সামাজিক যোগাযোগমাধ্যমে যে উসকানিমূলক মিথ্যাচার করছে তা শক্তভাবে মোকাবেলা করার জন্য পুলিশকে শক্তিশালী ভূমিকা পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। এবং ফ্যাসিষ্টদের রাঘব বোয়ালরা, যারা এখনও নেপথ্যে থেকে কলকাটি নাড়ছেন তাদেরকে আইনের আওতায় আনতে কুলাউড়া থানার ওসিকে বলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর মৌলভীবাজারের মেজর ইরতিকা, কুলাউড়া সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার মো কামরুল হাসান, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের সাবেক আমির মো. হামিদ খান, উপজেলা নায়েবে আমির মো. জাকির হোসেন, পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. অরুণাভ দে, সাংবাদিক মোক্তাদির হোসেন ও মাহফুজ শাকিল, শিক্ষার্থী লিংকন তালুকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহিরুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার নিবাস ভৌমিক, ওসি গোলাম আপছার, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক সুশীল সেনগুপ্ত, এম শাকিল রশীদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক মিয়া, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মোন্তাজিম, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সাংবাদিক আজিজুল ইসলাম, মহি উদ্দিন রিপনসহ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব রটনাকারীদের বিরুদ্ধে সজাগ থাকা এবং কোনো ধরনের বিভ্রান্তিজনক পোস্ট কাউকে শেয়ার না করার আহবান জানিয়ে ইউএনও মহিউদ্দিন বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হলে ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না।
সেনাবাহিনীর মেজর ইরতিকা বলেন, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে একটি কুচক্রী মহল ঘৃণিত কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এদের ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশ ও সমাজকে রক্ষা করে আমাদের সবাইকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে ৩১ বার তোপধ্বনি, স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, সকাল ৯টায় জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গণে চারু-কারুকলা মেলা, বেলা ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও বেলা ২টায় শিশুদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা-পুরস্কার বিতরণী এবং বিভিন্ন মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh