শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জিসাস কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় কুলাউড়ায় চুরির অপবাদ সইতে না পেরে তরুণের ‘আত্মহত্যা কুলাউড়ায় জিসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কায়ছল ইসলামকে সংবর্ধনা প্রদান  কুলাউড়ায় সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্য আটক কুলাউড়ায় পুশাইনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন কুলাউড়ায় ট্রাকসহ আড়াই লক্ষ টাকার আগর কাঠ জব্দ ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো ২১ দিনে জিসাস কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক কায়ছল ইসলামের সাথে জুড়ী উপজেলা নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কুলাউড়ায় কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন হেলাল আহমদ

মানুষ গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে – কুলাউড়ায় মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

 

মহি উদ্দিন রিপন : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি মাহিদুর রহমান মাহিদকে কুলাউড়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) রাতে কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে নাগরিক সমাজ কুলাউড়ার আয়োজনে নাগরিক সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। মতবিনিময় সভায় সাবেক ইউপি চেয়ারম্যান এস এম জামান মতিনের সভাপতিত্বে এবং সাংবাদিক নাজমুল বারী সোহেল ও পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মাহিদ বলেন, এদেশে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, গুমের রাজনীতি, লুটপাটের রাজনীতি, এটা আওয়ামীলীগ শুরু করেছে বাংলাদেশের রাজনীতিতে। এটার সম্পূর্ণ বিপরীত দল হলো বিএনপি। যেখানে আওয়ামীলীগের ব্যর্থতা সেখানে বিএনপির সফলতা। এটা জাতিকে বুঝতে হবে। বর্তমানে বিএনপির কোন বিকল্প নেই। বিএনপিই একমাত্র দল, স্বাধীনতার দল, মুুক্তিযোদ্ধার দল। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় কাজ করেছিল। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় ছিল তখন সেটা প্রমাণ করেছে।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের পক্ষে বিএনপি আছে। দীর্ঘ ১৫ বছর পূর্বে ফ্যাসিস্ট সরকার পতনের সেই বীজ প্রথমে রোপন করেছিল বিএনপি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মুখে বাংলাদেশের অবৈধ দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছে। এতে স্বস্তি ফিরেছে বাংলাদেশের জনগনের মাঝে। তবে ভারতে গিয়েও স্বৈরাচারী হাসিনা ও দেশে থাকা তার দোসররা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য ইসকন ইস্যু নিয়ে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য নানা পায়তারা চালাচ্ছে। তিনি বলেন, প্রবাসের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার কারণে তিনি সরকারের রোষানলে পড়েন। স্বৈরাচার শেখ হাসিনার আইশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর থেকে অনেককেই তুলে নিয়ে যায়। যে কারণে প্রবাসে থাকাকালীন সময়ে মা-বাবার মৃত্যু হলে তাদের লাশ দেখতে দেশে আসতে পারেননি। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে বসবাস করে এখন দেশে এসেছি। বাংলাদেশের মানুষ আবারও স্বাধীনভাবে, দীর্ঘদিন পর ফ্যাসিবাদি শাসনের অবসান হওয়ায় এখন গণমাধ্যম মুক্তভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। এদেশের মানুষ গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে।
তিনি বলেন,
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এড. আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্ঠা ড: মোদাব্বির হোসেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু ও জয়নাল আবেদীন বাচ্চু, নিউইয়র্ক বাফেলো সিটি বিএনপির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক মোক্তাদির হোসেন মিছবাহ, কুলাউড়া বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ মজিদ ও রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী ও বদরুজ্জামান সজল, সাবেক সহ-সভাপতি কমর উদ্দিন আহমদ কমরু। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ ও দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সম্পাদক সুফিয়া রহমান ইতি, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ, সাবেক কাউন্সিলর কায়ছার আরিফ, সাংবাদিক মো. মোক্তাদির হোসেন, সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহমদ ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা আহমদ সুয়েট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজীল হাসান খাঁন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সাইফুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহি উদ্দিন রিয়াদ, সদস্য সালমান হোসাইন, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মৌসুম সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেখ বদরুল হোসেন রানা প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh