বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামীলীগ নেতা নানু গ্রেপ্তার বিজয় দিবসে কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন কুলাউড়ায় জামায়াতের পেশাজীবী বিভাগের কমিটি গঠন কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কুলাউড়ায় তিন প্রবাসী রাজনৈতিক ব্যক্তির সাথে যুবদলের মতবিনিময় কুলাউড়া পৌর যুবদলের পক্ষ থেকে ড.সাইফুল আলম চৌধুরীকে সম্মাননা প্রদান কাতারে জালালাবাদ এসোসিয়েশনের নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক তাহের কুলাউড়ায় বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ইতিহাস বলে পতিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি – কুলাউড়ায় ডা: জাহিদ হোসেন কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভা সফলের লক্ষে সংবাদ সম্মেলন

ইতিহাস বলে পতিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি – কুলাউড়ায় ডা: জাহিদ হোসেন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাড়ে ১৫ বছরের স্বৈরাচারকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা দেশ থেকে বিতাড়িত করেছে। ইতিহাস বলে কথিত স্বৈরাচার কখনো ফিরে আসে নি। তাই বাংলাদেশে স্বৈরাচার হাসিনার প্রত্যাবর্তন দিবাস্বপ্ন। ওই স্বৈরাচারী হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে ৬ বছর জেলে রেখেছিলেন আজ তিনি মুক্ত, আর হাসিনা পালিয়ে জীবন রক্ষা করেছে। এটাই নিয়তির খেলা। আমাদের নেতা তারেক রহমানের নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশনা হলো- মানুষের ভালোবাসা অর্জনের লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে হাঁটেঘাটে, মাঠে কাজ করতে হবে। সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন। আগামী দিনের নেতৃত্ব তারাই দিবে যারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে। ঘর থেকে এনে নেতা বানানো চলবে না। ৩১ দফাকে জনগণের দফায় রুপান্তরিত করতে পারলে বিএনপি ক্ষমতায় আসবে। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর মেয়র জি কে গউছ বলেছেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করেছে বিএনপি। বিএনপি এবং দুর্নীতি, বিএনপি এবং অন্যায় একসাথে চলবে না। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। জনগণকে সাথে ৩১ দফার ভিত্তিতেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবো। কুলাউড়া ডাকবাংলো মাঠে ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে আয়োজন করা হয় এই কর্মী সমাবেশ। সমাবেশটি অনেকটা জনসভায় পরিণত হয়।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আনিসুজ্জামান বায়েছের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির সদস্য এম নাসের রহমান, সদস্য ভিপি মিজানুর রহমান মিজান, সদস্য এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, জেলা আহবায়ক কমিটির সদস্য এবং কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক মোশাররফ হোসেন বাদশা, জেলা আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম,
কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, সাইফুল আলম চৌধুরী, সহ-সভাপতি কমর উদ্দিন আহমদ কমরু, আজির উদ্দিন মনির, এম এ মজিদ, রেদোয়ান খাঁন, যুগ্ন সম্পাদক, আলমগীর হোসেন ভুইয়া, মইনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, আব্দুল মুক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম,
পৌর বিএনপি নেতা, শামীম আহমদ, গাফফার চৌধুরী, ফয়জুর রহমান গোলাপ, আব্দুল মান্নান, হারুনুর রশীদ, কায়ছার আরিফ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুফিয়া রহমান ইতি, উপজেলা যুবদল নেতা জুবের আহমদ খান, কাওসার আহমদ নিপার, আব্দুল মুহিত বাবলু, মুসা আহমদ সুয়েট, সিরাজুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল আলম ভূঁইয়া খোকন, গিয়াস উদ্দিন মোল্লা, ছাত্রদল নেতা সুলতান আহমদ টিপু, তানজিল হাসান খান, সাইফুর রহমান, আতিকুল ইসলাম আতিক, সালমান হোসাইন, মৌসুম সরকার, হাবিবুর রহমান টিপু, প্রমুখ। কর্মীসভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh