বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম সভাপতি ড. সাইফুল আলম চৌধুরীকে
১৪ই ডিসেম্বর (শনিবার) রাতে কুলাউড়া শহরের অভিজাত রেস্টুরেন্টে পৌর যুবদলের পক্ষ থেকে মতবিনিময় ও সম্মাননা প্রদান করা হয়েছে। পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শেখ মোঃ সুমন এর সঞ্চালনায় সংবর্ধিত অথিতির বক্তব্য রাখেন , ড. সাইফুল আলম চৌধুরী, বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক কাওসার আহমেদ নিপার, যুগ্ন-আহবায়ক আব্দুল মোহিত বাবলু, উপজেলা যুবদলের সদস্য মোঃ মুক্তার।
এসম উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম আলো, পৌর যুবদল নেতা আব্দুল মতলিব, মোঃগউছ মিয়াসহ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের বিভিন্ন অংঙ্গসংগঠের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম চৌধুরী বলেন, কুলাউড়ার বর্তমান ঐক্যবদ্ধ বিএনপি দেখে আমি মুগ্ধ এবং অনুপ্রাণিত, আশারাখি সুসংগঠিত আহবায়ক কমিটির মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এঁর আগামীর সপ্ন বাস্তবায়ন হবে। দলে বিচক্ষণ নেতৃত্ব বেরিয়ে আসবে,তিনি আরো বলেন ধানের শীষের কান্ডারী বেগম জিয়ার মনোনীত প্রার্থী যিনিই হবেন তার জন্যই কাজ করবো সবাই।