আজ ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে আজ লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। এদিন বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে । ১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। আজ সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে এ উপলক্ষে কুলাউড়া ডাকবাংলো স্বাধীনতা স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন করেন ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল (আজকের দর্পন), সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল (কালেরকন্ঠ), সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন (কালবেলা, জৈন্তাবার্তা ), দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মামুন (দেশের কন্ঠ), সদস্য সামসু উদ্দিন বাবু (চ্যানেল কুলাউড়া অনলাইন ), ইব্রাহীম আলী (কুলাউড়ার বার্তা), ময়জুল ইসলাম (রবিরবাজার নিউজ), শেখ বদরুল ইসলাম রানা (প্রিয় বাংলা) প্রমুখ।