মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুলাউড়ায় বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ, ১৫ দিন ধরে গৃহবন্দি প্রবাসী পরিবার কুলাউড়া হাসপাতালের নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন কাতারে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম পূর্ণাঙ্গ কমিটিতে কুলাউড়া পৌর ছাত্রদল নেতা রাজ ও ইব্রাহিম কাতারে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম পূর্ণাঙ্গ কমিটি গঠন কুলাউড়ার মনসুর কাল আসছেন মুফতি আমির হামজা কুলাউড়া পৌর এলাকায় ভ্রাম্যমাণ গাড়িতে গৃহস্থালী কাজের ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মৌলভীবাজারে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষন করলেন প্রবাসী মাহমুদ আলী গাজী মারুফের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

 

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সভাপতিত্বে ও কমিটির সদস্য উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খাঁন ও শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, ছাত্র সমন্বয়ক নাহিদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী ও মো. খালেদ পারভেজ বখশ, ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, অনি চৌধুরী। বিএনপি নেতা আব্দুল মোক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন, খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু, কাওছার আহমদ বাপ্পু, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী ও জাকির আহমদ, আরমান আহমদ, শেখ বদরুল ইসলাম রানা, আরিয়ান রিয়াদ প্রমুখ।
খেলায় কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শারমিন ফারহানা জেরিনসহ একটি মেডিকেল টিম উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৬ জানুয়ারি বিকাল ৩টায় কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh