বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় উপজেলা ছাত্রদল নেতা তানজিল খাঁনের জন্মদিন পালন মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন কুলাউড়ায় ২৫ বছর থেকে বাগানমালীর দখলে থাকা কোয়ার্টার উদ্ধার নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনকে কুলাউড়ায় সংবর্ধনা কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন সিলেট উইমেন চেম্বারের দুই দিনব্যাপী পিঠা উৎসব সমাপ্ত কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উদযাপন  কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো নারীর, গ্রেপ্তার ১ শোভাযাত্রার মাধ্যমে কুলাউড়ার লংলা কলেজের দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু মৌলভীবাজারে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনকে কুলাউড়ায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

 

জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল ও নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুলাউড়ায় এক বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০ জানুয়ারি (সোমবার) দুপুর ১২টায় কুলাউড়ার ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে কুলাউড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপুর সভাপতিত্বে ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মৌসুম সরকারের সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র এডভোকেট ফয়জুল করিম ময়ুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আহবাব চৌধুরী খোকনের মতো নিবেদিতপ্রাণ নেতা রাজনীতির ময়দান থেকে কখনো বিচ্ছিন্ন হন না। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপন
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র  কামাল আহমদ জুনেদ, জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক, রেদওঁয়ান খাঁন, বদরুজ্জামান সজল,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক গণবিষয়ক সম্পাদক বদরুল ইসলাম খান, পৌর বিএনপি নেতা শামিম আহমদ, উপজেলা বিএনপি নেতা সরোয়ার আলম বেলাল, আব্দুল মোক্তাদির মনু, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ইমন, বিএনপি নেতা সুরমান আহমদ, কলেজ ছাত্রদল নেতা এমকে হিরু, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ সালেহ চৌধুরী, এমদাদুল ইসলাম মিলন, শামিম আহমদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আহবাব চৌধুরী খোকনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন নেতা-কর্মীরা। তাঁকে কুলাউড়ার ছাত্র রাজনীতির এক উজ্জ্বল প্রতিভা এবং ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহসী যোদ্ধা হিসেবে অভিহিত করা হয়।
সংবর্ধনার মাধ্যমে নেতা-কর্মীরা আহবাব চৌধুরী খোকনের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh