মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন কুলাউড়ায় পৌর শহরে ‘দখিন দাওয়া’ কমিউনিটি হলের শুভ উদ্বোধন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র অভিষেক অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় রাজাপুর সেতু রক্ষায় আগামীকাল মানববন্ধন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন বিচার না হয়ে কোন অবস্থাতেই আওয়ামীলীগ নির্বাচন করতে পারবেনা- এম নাসের রহমান কুলাউড়ায় সাইফুর-হোসনা স্কলারশীপের পুরস্কার বিতরণ সম্পন্ন কুলাউড়ায় পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কেন্দ্রীয় কাজী সমিতির শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ করতে কুলাউড়ায় আসছেন কাজী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুলাউড়ায় মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে লক্ষ টাকা জরিমানা

রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র অভিষেক অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

 

‘ক্রীড়া ভ্রাতৃত্ব সমাজসেবা ধ্বংস নয়, সৃষ্টি সুখের উল্লাসে আমরা তৎপর’ এই স্লগানকে ধারণ করা কুলাউড়ার প্রাচীনতম সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১ ফেব্রয়ারী বিকেলে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।
নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুয়েব উদ্দিন জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুর, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ছকলেন আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের লাইফ মেম্বার এম মইনুল ইসলাম মছলু, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল কুদ্দুছ, আব্দুল হান্নান এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সাংবাদিক মাহফুজ শাকিল, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সচিব সজল কুমার দেব, দক্ষিণ লংলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহেল, ইউপি সদস্য নেহার বেগম ও সুষমা রাণী বৈদ্য।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবি শামসুল আজাদ সামছুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মো. আব্দুর রহিম টিপু, ইসমাইল হোসেন সাগর, ফয়জুল হক, তোফায়েল বেগ প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক ও অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন নবগঠিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে পরিচয়পত্র তুলে দেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh