মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং এনজিওসংস্থা প্রচেষ্টার সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, সরকার নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশীদার হয়ে ভূমিকা রাখছে।
তিনি বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেন, নারীরা কখনও কোনো সহিংসতার শিকার হলে ১০৯ নাম্বারে ফোন করলে প্রশাসন দ্রুত আইনি ব্যবস্থা নেবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাুসুদ, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ।
এসম উপস্থিত ছিলেন নয়া দিগন্ত প্রতিনিধি
সাংবাদিক ময়নুল হক পবন,কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, প্রিয় বাংলা প্রতিনিধি বদরুল হোসেন রানা, মহিলা বিষয়ক প্রশিক্ষণ খুরশেদ আলম, মরজি উদ্দিন।
সভার পূর্বে এক শোভাযাত্রা উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।