মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ (শনিবার ) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কাদিপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাদিপুর ইউনিয়নের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি এটিএম সুলেমান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমীর জাকির হোসেন, বায়তুলমাল সম্পাদক মো: শফিক মিয়া মাস্টার প্রমুখ।