রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

 

গত ১০ মার্চ কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক মানবঠিকানার ফেসবুক পেইজে ‘কুলাউড়া পৌর বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতিকে নিয়ে বিতর্ক’ শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করেছেন কুলাউড়া পৌর বিএনপির সভাপতি ইসরাইল আলী। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা ইসরাইল আলী বলেন, আমি পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি। গ্রামের বাড়ী কর্মধার হাসিমপুর এলাকায়। দীর্ঘ ৩০ বছর থেকে আমি পৌর শহরের মাগুরা এলাকার বাসিন্দা। এরআগে আমি বিগত ২০১৯ সালে পৌর বিএনপির আহবায়ক অলিউর রহমারন চৌধুরী স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছি। জমিসংক্রান্ত জটিলতার কারণে ভোট স্থানান্তর করা হয়নি। যেহেতু জেলা বিএনপির নিদের্শনা রয়েছে পৌর এলাকায় যে বিএনপির কমিটিতে আসবে সে ইউনিয়ন কমিটিতে আসবে না। তাই তিনি প্রথম থেকেই আমি পৌর বিএনপির কমিটিতে আছি এবং দলের দুঃসময়েও মিছিল মিটিংয়ে সরব ছিলাম।
তিনি বলেন, ভোটের সাথে রাজনীতির কোনো সম্পর্ক থাকতে পারে, যদি এই রকম হতো তাহলে ইউনিয়নের মানুষ শহরে আর শহরে মানুষ জেলায় গিয়ে নেতৃত্ব দিতে পারতে না। আর এক আসনের মানুষ অন্য আসনে নির্বাচনে অংশ নিতে পারত না। সুমন মনসুরী নামে এক ব্যাক্তি বিভিন্ন মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে,
আমার জীবনে এই সুমনকে আমি চিনি না এবং বিএনপি কোন কার্যক্রমেও দেখিনি। লোক মুখে শুনলাম সে নাকি জাসদ করে, আর এখন বলে সে বিএনপি তার চলাফেরাও জাসদের লোকের সাথে।
৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কাদেরী কিবরিয়া বলেন, ইসরাইল আলী বিএনপির নিবেদিত প্রাণ। তিনি দলের দুঃসময়ে বিএনপি সকল কার্যক্রমে সরব ছিলেন। এখনো অসুস্থ শরীল নিয়ে সব কার্যক্রমে অংশ নেন। তিনি মাগুড়া এলাকার বাসিন্দা। মাগুড়া মসজিদ কমিটির সহ-সভাপতি ও মাগুড়া যুব সংঘের উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সুমন মনসুরী রাজনগর উপজেলা আওয়ামীগের সভাপতি ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন বখত এর শ্যালক ও তার বোন জেলা আওয়ামীলীগের সদস্য। সুমনের দুলাভাই আওয়ামীগের প্রভাবশালী নেতা থাকার সুবাদে ফ্যাসিবাদ আমলে কুলাউড়া রাজনগর সহ বিভিন্ন উপজেলা টেন্ডার বাজী ও বোনের স্বামীর নৌকার নির্বাচনে নিয়মিত প্রচারনায় ও তৎপর ছিলো এবং সে বিগত নির্বাচনেও কুলাউড়ায় আওয়ামীলীগের পক্ষে কাজ করেছে।

ইসরাইল আলী 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh