মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয়তাবাদী দল পৌর বিএনপির তিন ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাতে পৌর বিএনপির আহবায়ক খন্দকার মুহিবুর রহমান মলাই, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান ও যুগ্ম আহবায়ক অলিউর রহমান চৌধুরীর যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
রাতে পৌর বিএনপির আহবায়ক খন্দকার মুহিবুর রহমান মলাই তার বাড়িতে সংবাদ সম্মেলন করে কমিটির নাম ঘোষণা করেন এবং স্ব স্ব ওয়ার্ডের সভাপতি-সম্পাদকের কাছে অনুমোদিত কমিটির কপি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক অলিউর রহমান শিপলু প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডে মোঃ বাবুল খানকে সভাপতি, ফয়ছল আহমদ লিটনকে সাধারণ সম্পাদক ও মো. মনসুর মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ৩ নম্বর ওয়ার্ডে মুন্সী মিয়াকে সভাপতি, মো. সুয়েজুর রহমানকে সাধারণ সম্পাদক ও সামছুর রহমান সামছুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ৯ নম্বর ওয়ার্ডে মোঃ ইশ্রাব আলীকে সভাপতি, পারভেজ রশীদকে সাধারণ সম্পাদক ও মোঃ সিতাব আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Related