রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২৫ হাজার কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি কুলাউড়ায় যুবলীগের সহ সভাপতি রূহুল আমিন আটক ফেনী ও নোয়াখালীর বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরা হলো জলবায়ু সম্মেলনে কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা- ১৪ টি যানবাহন জব্দ  বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত কুলাউড়ার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রামপুলিশদেরও ভূমিকা রাখতে হবে – অতি: পুলিশ সুপার কামরুল হাসান বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর উদ্যোগে কুলাউড়ায় বন্যার্থদের মধ্যে নগদ অর্থ প্রদান তরুণ সংবাদকর্মী সুনিমের প্রবাস যাত্রা উপলক্ষে সম্মাননা প্রদান কুলাউড়ায় বোরো চাষের জন্য ব্যক্তিগত উদ্যোগে বাঁধ

কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টে সমাজকল্যাণ সংস্থা সোনাপুর চ্যাম্পিয়ন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুলাউড়া নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ‘বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগ ২০২২’-এর সমাপনী খেলার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এটি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক, পৌর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন ও সদস্য সচিব এহসান আহমদ টিপু’র যৌথ পরিচালনায় বুধবার (৯ মার্চ) বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. কাজী ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক গৌরা দে, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোবারক হোসেন নোমান, কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুছ ছালাম, উপজেলা স্কাউট সম্পাদক সোহেল আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ।
সমাপনী খেলায় প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর কাছ থেকে ‘সমাজকল্যাণ সংস্থা সোনাপুর’ চ্যাম্পিয়ন পুরস্কার ও ‘আনবিটেন কুলাউড়া’ রানার্স আপ পুরস্কার গ্রহণ করেন।
টূর্নামেন্ট পরিচালনা কমিটিসূত্রে জানা যায় এবারের আসরে ‘টি-২০ ক্রিকেট লীগের টুর্নামেন্টে’ মোট ৪০টি দল অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh