বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যুবতীকে কু’পি’য়ে আহত কুলাউড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী মঙ্গলবার, চলছে প্রস্তুতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা কায়ছল কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল শুভসংঘের ঈদ উপহার কুলাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এড. আবেদ রাজা কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান ঈদ শুভেচ্ছা জানিয়েছেন  ব্যবসায়ীসহ সর্বস্থরের নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সজল নেতাকর্মীসহ কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও মহিউদ্দিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শকু

কুলাউড়ায় ছড়া থেকে যুবকের লাশ উদ্ধার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পানপুঞ্জি এলাকায় ৩০ মার্চ বুধবার রাত সাড়ে ৮টায় সিরাজ মিয়া (৩৬) নামক এক যুবকের লাশ পাওয়া গেছে। নিহত সিরাজ কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের ফিরোজ আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, ইছাছড়া পানপুঞ্জির মিশনের কাছে আন্ডরখালে রাত ৭টায় লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নেতৃতে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায় , সিরাজ মিয়া বিভিন্ন পানপুঞ্জি থেকে কলা কিনে এনে বাজারে বিক্রি করতো। প্রতিদিনের মতো বুধবার সকালে পানপুঞ্জি থেকে কলা এনে স্থানীয় জামরতল বাজারে রেখে আবার পানপুঞ্জির উদ্দেশ্যে চলে যায়। রাতে ইছাছড়া পানপুঞ্জির খৃস্টিয়ান মিশনের নিচে স্থানীয়রা আন্ডরখালে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান সিরাজের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh