ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বে আগামী ২৪শে এপ্রিল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন মধ্যপন্থী এমানুয়েল ম্যাক্র এবং কট্টর দক্ষিণপন্থী মারিন ল পেনের মধ্যে।
প্রথম পর্বে ইমানুয়েল ম্যাক্রোঁ ২৭ শতাংশের বেশি ভোট পান, অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী মারিন লু পেন মাত্র চার শতাংশ পেছনে ছিলেন। ফ্রান্সে কট্টর দক্ষিণপন্থীরা এর আগেও বেশ কয়েকবার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তবে এবার তাদের পেছনে যে ধরণের সমর্থন দেখা যাচ্ছে, তাতে বড় ধরণের অঘটনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।
তারা মনে করছেন, যদি মারিন ল পেন নির্বাচনে জেতেন, তাহলে সেটি কেবল ফ্রান্সে নয়, ইউরোপেও এক বড় রাজনৈতিক ভূমিকম্প বলে গণ্য করা হবে।
সুত্র:BBC