বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যুবতীকে কু’পি’য়ে আহত কুলাউড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী মঙ্গলবার, চলছে প্রস্তুতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা কায়ছল কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল শুভসংঘের ঈদ উপহার কুলাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এড. আবেদ রাজা কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান ঈদ শুভেচ্ছা জানিয়েছেন  ব্যবসায়ীসহ সর্বস্থরের নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সজল নেতাকর্মীসহ কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও মহিউদ্দিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শকু

আর নয়— এবার খেলা হবে- বিএমএ এর মহাসচিব

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

‘করোনাকালে রাজনৈতিক শূন্যতা থাকায় আমলারা গোল দিয়েছেন। কিন্তু আর নয়, এবার খেলা হবে। দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামা হবে।’

শনিবার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে টেকনোলজিস্টদের বৃহৎ সংগঠন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের (বিএমটিপি) আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী।

এ চিকিৎসক নেতা বলেন, ‘আমাদের সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাল-সবুজ কিছু চেনেন না। স্বাস্থ্য ব্যবস্থার সমস্যার সমাধানে তাদের সব সুযোগ-সুবিধা দেখতে হবে, সঙ্কট-সম্ভাবনা চিনতে হবে। সেগুলো জানার জন্য অবশ্যই তাদের চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত থাকতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্যসেবাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে চেয়েছিলেন। চিকিৎসককে তিনি স্বাস্থ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এখন চিকিৎসকদের সচিব করতে পারলে স্বাস্থ্য খাত আলোকিত হতো।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা রয়েছে। তারা না থাকলে করোনা হয়তো এখনো থেকে যেত। দেশে পেশা যার মন্ত্রণালয় তার- পদ্ধতি বাস্তবায়ন হলে আমাদের আর মেডিকেল টেকনোলজিস্ট পেশার কদর আর বক্তৃতা দিয়ে বোঝাতে হবে না।’

এ সময় মেডিকেল টেকনোলজিস্ট পেশার উন্নয়ন নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নেতারা আলোচনা করেন। স্বাস্থ্য খাতের কর্তাদের সমালোচনা করে তারা করোনাকালে তাদের ব্যর্থতা ও গাফিলতির কথাও তুলে ধরেন। দ্রুত সমস্যার সমাধান না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা ।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. তারিক মেহেদী পারভেজ, বিএমটিপির সভাপতি গোলাম সারোয়ার প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh