শ্রীলংকায় পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় রামবুক্কানায় শহরের পুলিশ বিভাগে কারফিউ জারি করা হয়েছে।
মঙ্গলবার দেশটির পুলিশের মুখপাত্র জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবত থাকবে। অর্থনৈতিক সংকট নিয়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে শ্রীলংকায় প্রথমবারের মতো পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এ ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
উল্লেখ্য, ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট এটি। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের আহ্বান জানিয়ে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। খাদ্য, ওষুধ ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ আমদানির জন্য শ্রীলংকার ডলার ফুরিয়ে গেছে।
Related