ফ্রান্সে ২রা মে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার সন্ধ্যায় গ্রেন্ড মসক দো পারি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।
অন্যদিকে সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগামীকাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে। সেই হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগামী সোমবার মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। একই দিন সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পরের দিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে বাংলাদেশে মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হওয়ার কথা।